থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আজ বুধবার ব্যাংকক থেকে উবন রাচাথানিগামী একটি যাত্রীবাহী ট্রেনের ওপর বিশালাকার নির্মাণ ক্রেন ছিঁড়ে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ক্রেনের আঘাতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় আরও ৬৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
নাকন রাচাসিমা প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে। থাই সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া ট্রেনের কামরাগুলো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। দুটি কংক্রিটের পিলারের মাঝখানে নির্মাণ সরঞ্জামগুলো ঝুলে থাকতে দেখা যায়। উদ্ধারকর্মীরা কামরাগুলোর ভেতর আটকা পড়া যাত্রীদের বের করতে ও আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে কাজ করে যাচ্ছেন।
থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী পিফাত রাচাকিতপ্রাকান জানিয়েছেন, ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। ট্রেনের তিনটি কামরার মধ্যে শেষের দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই ভয়াবহ ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.