বিশ্বকাপের উত্তাপ ছড়াতে এখনো কয়েক মাস বাকি। ইতিমধ্যেই বিশ্বকাপের সোনালি ট্রফিটির ট্যুর শুরু হয়েছে। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর আরও কয়েকটি দেশ ঘুরে এবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এসে পৌঁছেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এটি বাংলাদেশের জন্য ফিফার ট্রফি ভ্রমণের চতুর্থবারের মতো সফর। এসময় ফিফার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের আনন্দোৎসব শুরুর আগেই ফিফার ঐতিহ্যবাহী ট্রফি ভক্তদের চোখে পড়ার সুযোগ করে দিচ্ছে।
বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠানের পর ঢাকার পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লুতে দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই সরাসরি ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের বৈধ টিকিট প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকা কোলার ক্যাপ প্রদর্শন করতে হবে।
আয়োজক সংস্থা থেকে দর্শকদের জন্য কিছু নিয়ম-শর্ত জারি করা হয়েছে। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিটের হস্তান্তর, এবং কোনো দেশের পতাকা আনার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ।
বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে, যা আগামী বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.