মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে একজন নিহত

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে একজন নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেখান থেকে আসা গুলিতেই এবার টেকনাফে প্রাণ গেল এক কিশোরীর। এসময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গোলাগুলি চলাকালে সীমান্তের কাছাকাছি এলাকায় ছিল কিশোরীটি। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.