এবি ব্যাংকের ঢাকা অঞ্চলের কৌশলগত পরিকল্পনা অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের জন্য দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে এবি ব্যাংক ট্রেনিং একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সেশনে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ঢাকা অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সেশনে ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.