বাংলাদেশে স্টাডিনেটের উদ্যোগে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বাংলাদেশে স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান হাইয়ার এডুকেশন রোডশো ২০২৬।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেয়। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, গবেষণাভিত্তিক কোর্স, আধুনিক প্রযুক্তিনির্ভর ক্লাসরুম এবং পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ—সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের দেশ হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষার্থীদের সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়াকে আরও সহজ করতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।

এই আন্তর্জাতিক শিক্ষা রোডশো অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের দ্যা পেনিনসুলা হোটেলে এবং ১৭ জানুয়ারি ২০২৬ ঢাকার শেরাটন হোটেলে। উভয় দিনেই সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো—শিক্ষার্থীরা কোনো ধরণের সার্ভিস চার্জ ছাড়াই সরাসরি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। নিজের একাডেমিক প্রোফাইল ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোন কোর্স ও বিশ্ববিদ্যালয় উপযুক্ত, সে বিষয়ে মিলবে তাৎক্ষণিক গাইডলাইন। পাশাপাশি স্কলারশিপ, টিউশন ফি, ভিসা, হেলথ ইন্সুরেন্স এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে।

এই রোডশোতে গ্রুপ অফ এইট বিশ্ববিদ্যালয়গুলোসহ ৩০টিরও বেশি স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড ও টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। এসব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রকৌশল, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা, আইন, সাংবাদিকতা, মানবাধিকার, নার্সিং ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্যারিয়ারমুখী কোর্স অফার করে থাকে।

স্টাডিনেট দীর্ঘদিন ধরে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের পরামর্শ ও সম্পূর্ণ সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির নতুন সংযোজন Studynet.io এবং Studynet.ai শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বস্ত এআই প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

গত বছর একই আয়োজনে স্টাডিনেট প্রায় ২০ হাজারের বেশি শিক্ষার্থীকে সরাসরি কাউন্সেলিং সেবা প্রদান করে, যাদের একটি বড় অংশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় আবারও আয়োজন করা হচ্ছে স্টাডিনেট অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোডশো ২০২৬।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে আগ্রহী এবং সঠিক দিকনির্দেশনা খুঁজছেন—এমন শিক্ষার্থীদের জন্য এই রোডশো একটি সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছেন আয়োজকরা।

ইভেন্টে অংশগ্রহণের জন্য ভিজিট করুন:https://events.studynet.com.au/bd_event.html

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.