হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে সমবেত হন।

 

আজ দুপুরের দিকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে- হাদি, হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা- ঢাকা, ঢাকা’, ভারত না বাংলাদেশ- বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।

 

এর আগে সংগঠনের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে ‘শাহবাগ শহীদ হাদি চত্বরে’ এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।

 

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.