ডিসেম্বরে ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩৭ হাজার ১০০ কোটি টাকা

বিজয়ের মাস ডিসেম্বরেও প্রবাসী আয় বৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৩০৪ কোটি ১০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যা প্রায় ৩৭ হাজার ১০০ কোটি ২০ লাখ টাকা।

এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। গত বছরের রমজানের ঈদ কেন্দ্রিক মার্চ মাসে একক মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ডিসেম্বরের প্রথম ২৮ দিনে এসেছে ২৯৩.৬০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১.৫০ কোটি ডলার বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪২.১০ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১,৬০৭.৯০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪২.১০ কোটি ডলার বেশি। এ সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭.৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠানোর উৎসাহ এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকার কারণে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১,৩৬৭.১০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯৩.৯০ কোটি ডলার বেশি। এ হিসাবে অর্থবছরভিত্তিক প্রবৃদ্ধি ১৬.৫ শতাংশ।

মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ- জুলাই: ২৪৭.৭৮ কোটি ডলার, আগস্ট: ২৪২.১৯ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৬৮.৫৮ কোটি ডলার, অক্টোবর: ২৫৬.৩৫ কোটি ডলার, নভেম্বর: ২৮৮.৯৫ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.