মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) যশোরে অনুষ্ঠিত এক মাসব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর নির্বাচিত অংশগ্রহণকারীদের মাঝে ঋণ অনুমোদনপত্র বিতরণ করেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ অনুমোদনপত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তাফা। উল্লেখ্য, এসআইসিআইপি কর্মসূচিটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।
এমটিবির যশোর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ২৫ জন সিএমএসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা দক্ষতা, পণ্য জ্ঞান এবং আর্থিক সাক্ষরতা উন্নয়নের মাধ্যমে টেকসই ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নওশাদ মুস্তাফা কর্মশালার সমাপনী দিনে নির্বাচিত অংশগ্রহণকারীদের নতুন ঋণ অনুমোদনের উদ্যোগের জন্য এমটিবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সময়োপযোগী অর্থায়ন সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমটিবির দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী এবং এমটিবির এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান সৌরভ কুমার দে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.