বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার মোঃ সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভাসমূহে পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং পরিচালক ড. মাহমুদ হাসান অংশগ্রহণ করেন।
বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া, পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির, পরিচালক রিচার্ড ডি রোজারিও, পরিচালক মিনহাজ মান্নান ইমন, পরিচালক মো. হানিফ ভূইয়া এবং পরিচালক মো. সাজেদুল ইসলাম অংশগ্রহণ করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.