ইসরায়েল প্রতিশ্রুতি মেনে চলছে না, তুরস্ক কখনো গাজা ত্যাগ করবে না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি মেনে চলছে না এবং বিভিন্ন অজুহাতে সর্বদা গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেয়।

এক ভাষণে তিনি ঘোষণা করেছেন, ১১ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন সত্ত্বেও, ইসরাইল কর্তৃক ধ্বংসস্তূপে পরিণত হওয়া আবাসিক এলাকার সমস্যা অব্যাহত রয়েছে। ইসরায়েল তার প্রতিশ্রুতি মেনে চলে না এবং বানোয়াট অজুহাতে গাজায় মানবিক সাহায্য প্রবেশে ক্রমাগত বাধা ও অসুবিধা তৈরি করে যাচ্ছে।

তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, রজব ও শা’বান এবং রমজান মাসে ফিলিস্তিনের প্রতি আঙ্কারার সাহায্য বৃদ্ধি পাবে এবং তুর্কিয়ে কখনও গাজা ত্যাগ করবে না। পার্সটুডে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.