আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ‘সাসটেইনেবিলিটি ফর দ্যা পিপল অ্যান্ড প্ল্যানেট’ থিমে ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উন্মোচন করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইপিডিসি’র অংশীদার, শুভানুধ্যায়ী এবং আইপিডিসি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে সাসটেইনেবল ও গ্রিন ফাইন্যান্সের মাধ্যমে ইএসজি লক্ষ্য এগিয়ে নেওয়া এবং অর্থবহ সিএসআর উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদি উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইপিডিসি।
বছরের পর বছর ধরে আইপিডিসি’র বার্ষিক ক্যালেন্ডার একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক উদ্যোগে পরিণত হয়েছে। ২০২৬ সালের ক্যালেন্ডারে দায়িত্বশীল অর্থায়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ক্যালেন্ডারের প্রতিটি মাসে এমন সব উদ্যোগ ও প্রতিষ্ঠানের কার্যক্রম উপস্থাপন করা হয়েছে, যারা পরিবেশবান্ধব চর্চার মাধ্যমে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
এ বছরের ক্যালেন্ডারে টেকসই উদ্ভাবন ও ইতিবাচক প্রভাবের বাস্তব উদাহরণ হিসেবে ১২টি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থান পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাকশনএইড বাংলাদেশ, মুসপানা ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা, রিগেল এনার্জি লিমিটেড, এম.এস.ই কাস্টিং পিলার কারখানা, বিসমিল্লাহ প্লাস্টিক সেন্টার, আমল ফাউন্ডেশন, ন্যাচারাল ফাইবারস, লক্ষণ জুট মিলস লিমিটেড, এমইপি লাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এ.কে.এন ইন্টারন্যাশনাল অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ফিশারিজ এবং অভিযাত্রিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আইপিডিসি’র জন্য সাসটেইনেবিলিটি একটি ধারণা নয়, বরং কাজের প্রতিটি ধাপে এর প্রতিফলন রয়েছে। সাসটেইনেবল ও গ্রিন ফাইন্যান্স এবং সিএসআর উদ্যোগের মাধ্যমে ইএসজি–তে বাস্তব ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম ব্যবসাগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্র্যান্ড ও কর্পোরেট কমিউনিকেশন হেড সামিউল হাশিম বলেন, ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডার দায়িত্বশীল অর্থায়নের বাস্তব প্রভাবকে তুলে ধরেছে, যা ইএসজি লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার পাশাপাশি কমিউনিটি ও পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করে।
২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচনের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আবারও গ্রিন ফাইন্যান্স, টেকসই বিনিয়োগ এবং সিএসআর–ভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার তুলে ধরেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.