মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে এই পরামর্শ দেন তারা।

নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে ডিজিটাল মানি ট্রান্সফারের প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ‘মোবাইল ব্যাংকিং সার্ভিসের সঙ্গে যারা রয়েছেন, তাদের যদি বলেন, অর্থাৎ ভোটের সময় এক্সেস ফ্লো অব মানি এটা কিন্তু বাড়বে। নির্বাচনের আগে এটা যেন না হয়। এটা নিয়ন্ত্রণ করা দরকার।’

রাজশাহীর পুলিশ কমিশনার ড. মুহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা যদি বিকাশ বা উপায় বা এ ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার যারা করেন, তাদের যদি একটি সিলিংয়ের আওতায় আনতে পারি, তাদের সাত দিনের টোটাল ট্রান্সফারের বিষয়টা যদি একটি স্টাডিতে রাখি…, এরকম যদি একটা সার্কুলার দেওয়া হয়, তাহলে তারা এ বিষয়ে সতর্ক হবে।’

ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে টেলিযোগাযোগের ওপর নজদারি বাড়ানোর প্রতি জোর দিয়ে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর ২০২৪ সালে এনটিএমসির কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। এখন আমাদের যে পরিস্থিতি, সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার বা ভোটে বাধা সৃষ্টিকারীদের ধরার জন্য এনটিএমসিটির এক্সেসটাকে আগের মতো পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে আমাদের কার্যক্রম আরেকটু বাড়তে পারে। বিষয়টি বিবেচনার অনুরোধ করছি।’

ইসি সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, আইজিপি, মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.