ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি)’, ‘ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি)’ কার্যক্রম নতুন করে গ্রহণ না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি), ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি) কার্যক্রম নতুন করে গ্রহণ করা যাবে না বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে যে সব কার্যক্রম আগে থেকে পরিচালিত হচ্ছে, সেগুলো অব্যাহত থাকবে।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচনি কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় উল্লিখিতভাবে নতুন ভিডব্লিউবি, এমসিপিবিসহ এ ধরনের নতুন কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। কোনও এলাকায় এই কার্যক্রম নতুনভাবে গ্রহণ দরকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।
এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে বলা হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনও ধরনের অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ না করতে। তবে যেসব ত্রাণ কার্যক্রম আগে থেকে চলমান আছে, সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.