আমানত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র পরিচালনা পর্ষদ।
পর্ষদের নিয়মিত সভার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বছরের শেষ সভায় সভাপতিত্ব করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর। সভায় ইউসিবির ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় অংশ নেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, কোম্পানি সেক্রেটারি তানভীর আহমেদ সিদ্দিকীসহ ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, বিশেষ করে আমানত প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং এ অর্জনে সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.