বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি জানান।
তিনি জানান, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সহযাত্রী বা ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
একটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.