পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। এ সময় বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা বাংলাদেশের পতাকাসংবলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে- এমন দাবি করে আজ (২২ ডিসেম্বর) দুপুরের দিকে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়। এরপর প্রতিবাদ মিছিল নিয়ে শহরের বিভিন্ন অংশ ঘুরে তারা পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে। ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকাসংবলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ড।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পুলিশ বাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিন উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় ভিসা সেন্টার। তার পরেও সংগঠন দুটির তরফে পাঁচজনের একটি প্রতিনিধিদল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দিরের সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেওয়া হয় ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের।
এদিকে আজ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া বন্ধ করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.