বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে বঙ্গজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে বঙ্গজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩০ টাকা ৫০ পয়সা।

দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। সমাপনী মূল্য ছিল ১৫ টাকা ৬০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ। সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—বিডি ওয়েল্ডিং ৮ দশমিক ২০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭ দশমিক ৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৭ দশমিক ৬২ শতাংশ, ওয়াটা কেমিক্যাল ৬ দশমিক ৩৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ৫ দশমিক ৯৩ শতাংশ ও সায়হাম কটন ৪ দশমিক ৯৭ শতাংশ।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.