ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা পড়াবেন তার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
তিনি জানান, শহিদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হবে।
আব্দুল আহাদ জানান, ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ওসমান হাদির লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। প্রক্রিয়া শেষ করে পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হবে।
এদিকে আজ হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.