প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসি ও ৪ কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারা।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সোয়া ৪টার দিকে বের হয়ে তাঁরা  যমুনায় যান। নির্বাচন কমিশনাররা হলেন- আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সাকের এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাদের সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও আছেন।

এর আগে, নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল এ সপ্তাহে যেকোনো দিন ঘোষণা করা হবে। আজ নির্বাচন কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাইয়ের জাতীয় সনদ (সংস্কার সনদ) সংক্রান্ত গণভোট ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে একদিনে একসঙ্গে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার ব্যবহার করা হবে, যেখানে গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার ব্যবহার করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.