দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের হামলায় ১১ নিহত

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে হামলায় আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রিটোরিয়া পুলিশ জানিয়েছে, ওই হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো।

প্রিটোরিয়ার পুলিশ মুখপাত্র অ্যাথলেন্ডা মাথে জানান, হোস্টেলে মোট ২৫ জনকে গুলিবিদ্ধ করার তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার ঘটনা প্রিটোরিয়া থেকে ১৮ কিলোমিটার পশ্চিমের সলসভিল শহরে ঘটেছে। ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

পুলিশের বরাতে জানা গেছে, স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে তিনজন বন্দুকধারী হোস্টেলের ভেতরের “অবৈধ শিবিনে” ঢুকে সেখানে মদপানরত একদল পুরুষের ওপর নির্বিচারে গুলি চালান। হামলায় ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে।

প্রিটোরিয়া পুলিশ জানিয়েছেন, হামলার কারণ এখনও নির্ধারণ করা যায়নি এবং সন্দেহভাজন হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে। মাথে বলেন, “অবৈধ ও অননুমোদিত মদ বিক্রির সব আস্তানা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই ধরনের ঘটনায় নিরপরাধ মানুষও প্রাণ হারান।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.