আগামী জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মচারীরা। এর জন্য আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে সরকার নবম পে-কমিশন গঠন করেছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
আজ সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দাবি আদায়ে আগামী ৬ ডিসেম্বর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে পে-স্কেল বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে।
অন্তর্বর্তী সরকারের আমলে নতুন পে-স্কেল কার্যকর করা সম্ভব হওয়া নিয়ে সংশয় রয়েছে। তাই কর্মচারীরা এই বিষয়ে সরকারের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন বলে জানা গেছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.