অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়–এর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
২০২৩ সালের ৫ জুন সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান মামলাটি দায়ের করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপপরিচালক মো. রাশেদুল ইসলাম।
দুদক জানায়, ড. প্রশান্ত কুমার রায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর প্রকল্প পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন ও প্রায় ৭৭ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া তার নিজ নামে ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.