আইবিএ অ্যালামনাই ক্লাবে চালু হতে যাচ্ছে ‘আইপিডিসি বিজনেস লাউঞ্জ’

আইবিএ অ্যালামনাই ক্লাবের প্রাঙ্গণে চালু হতে যাচ্ছে ‘আইপিডিসি বিজনেস লাউঞ্জ’। আজ (২ ডিসেম্বর) আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও আইবিএ অ্যালামনাই ক্লাবের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত সংযোগ আরও দৃঢ় হবে এবং নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

‘আইপিডিসি বিজনেস লাউঞ্জ’ একটি নেটওয়ার্কিং হাব হতে যাচ্ছে, যেখানে আইবিএ অ্যালামনাই ক্লাবের সদস্যরা পারস্পরিক আলোচনা এবং মত-বিনিময় ও সহযোগিতার জন্য আলাদা এম্বিয়েন্স পাবে। এর মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হবে, যা সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়তার পাশাপাশি কমিউনিটি কানেক্টিভিটি আরও বৃদ্ধি করবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আশিক হোসাইন; হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও কোম্পানি সেক্রেটারি, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সামিউল হাশিম; হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইমরান খান এবং আইবিএ অ্যালামনাই ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান; ডিরেক্টর অব অ্যাডমিন, এইচআর অ্যান্ড অপারেশনস মো: রাহাত খান; ডিরেক্টর অব স্পোর্টস অ্যান্ড ওয়েলবিং আবু ঈসা মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইবিএ অ্যালামনাই ক্লাবের সঙ্গে এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আইপিডিসি বিজনেস লাউঞ্জ হবে সহযোগিতা, সংযোগ এবং ঐক্যের সমন্বিত এক নতুন প্ল্যাটফর্ম। এটি শক্তিশালী কমিউনিটি উদ্ভাবন ও যৌথ সফলতার কেন্দ্র হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।”

আইবিএ অ্যালামনাই ক্লাব-এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আমাদের অ্যালামনাই নেটওয়ার্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই লাউঞ্জে সদস্যরা জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারবেন। এ স্বপ্ন বাস্তবায়নে আমাদের পাশে থাকায় আইপিডিসি’র প্রতি আমরা কৃতজ্ঞ।”

এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি পেশাজীবীদের উন্নয়ন ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে তাদের চেষ্টার আবারও প্রমাণ দিল। ‘আইপিডিসি বিজনেস লাউঞ্জ’ মূলত পেশাজীবীদের একসঙ্গে যুক্ত করা, নতুন আইডিয়া ভাগ করে নেওয়া এবং নতুন সুযোগ তৈরি করার উভয় প্রতিষ্ঠানের লক্ষ্যকে দৃঢ় করতে যাচ্ছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনুপ্রাণিত ও সক্রিয় একটি কমিউনিটি গড়তে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.