তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইকরামুল হক, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নার্গিস হক এবং দুই কন্যা মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তৌফিক ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। ঋণ কেলেঙ্কারির অভিযোগে দুদক তাদের নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আজ বুধবার দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান সংস্থাটির পক্ষে আলোচিত ভ্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইকরামুল হক, শামীমা নার্গিস হক, মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তৌফিক ইকরামের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা যেকোনও সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা একান্ত প্রয়োজন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.