মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর সর্বোচ্চ চারটি সম্মানজনক পুরস্কার অর্জন করে এককভাবে সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি পায় এমটিবি। গত শনিবার (নভেম্বর ২২) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানটি।
বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পুরস্কারগুলো এমটিবির ক্রেডিট বিজনেস, প্রিপেইড বিজনেস, অ্যাফ্লুয়েন্ট কার্ড সেগমেন্ট এবং ইনোভেশনে অসামান্য অর্জনের স্বীকৃতি বহন করে।
এই সম্মাননা এমটিবির নিরবচ্ছিন্ন উদ্ভাবনী প্রচেষ্টা এবং দেশের নানা প্রান্তের গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এবং গ্রাহকবান্ধব পেমেন্ট সমাধান প্রদানে তাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট সুবিধা নিশ্চিত করে এমটিবি দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় শীর্ষস্থানে অবস্থান ধরে রেখেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা এবং আর্থিক খাতের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.