এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন

এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ড একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এক্সক্লুসিভ প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে, যা গ্রাহকদের উন্নত আর্থিক সুবিধা এবং বিশ্বমানের কার্ডের সেবা প্রদান করবে। উভয় প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় উদ্বোধনকৃত কার্ডটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার ( ২৫ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই পোর্টফোলিওতে তিনটি প্রিমিয়াম কার্ড অন্তর্ভুক্ত রয়েছে—মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট কার্ড, মাল্টিকারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ড এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ড। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় তৈরি কার্ডগুলোতে রয়েছে কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। দেশি ও আন্তর্জাতিক লেনদেনে সহজ ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকরা লাইফস্টাইল, ভ্রমণ ও ডাইনিংসহ নানা এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া সারাবছর বাংলাদেশে মাস্টারকার্ডের ৯,৫০০–এর বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে আকর্ষণীয় অফার ও মূল্যছাড় এবং বিশ্বব্যাপী এটিএম ব্যবহারের সুবিধাও থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী; এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন; মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল; এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা; লিড মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন; আইটি কনসালট্যান্টস পিএলসি–এর উপব্যবস্থাপনা পরিচালক ওসমান হায়দারসহ বাংলাদেশ ব্যাংক, এনসিসি ব্যাংক, মাস্টারকার্ড এবং আইটি কনসালট্যান্টস পিএলসি–এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের উদ্ভাবনী ও কৌশলগত পরিকল্পনা দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও এগিয়ে নেবে এবং প্রিমিয়াম কার্ডটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সর্বশেষ ইস্যুয়িং পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্বোধন এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা গ্রাহকবান্ধব ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বহন করে। আমরা এই অংশীদারিত্ব আরও সম্প্রসারণের মাধ্যমে ক্যাশলেস সোসাইটির স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই।”

মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল বলেন, “বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মাস্টারকার্ডের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত অগ্রগতি ও আর্থিক অন্তর্ভুক্তির ভিত্তিতে বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।” তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের নতুন কার্ডসমূহ দেশে ও বিদেশে নির্বিঘ্ন লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.