উপদেষ্টা পরিষদে গণভোটের অধ্যাদেশ অনুমোদন

গণভোট আয়োজনের প্রক্রিয়া নির্ধারণে প্রণীত ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’–এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খসড়াটি চূড়ান্ত অনুমোদন পায়।

সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয় এবং দেশের নির্বাচনী প্রক্রিয়ায় গণভোট যুক্ত করার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গত ২০ নভেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট গ্রহণের জন্য আইন তৈরির কাজ দ্রুত এগোচ্ছে এবং আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট আইন প্রণয়ন করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.