অধ্যাপক হলেন ১০৩ চিকিৎসক

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-৩ (টাকা ৫৬,৫০০–৭৪,৪০০) বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির আগে থাকা পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন। এছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.