রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আট কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে এমআরটি পুলিশ।
সোমবার বিকেলের দিকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- মাহাবুবুর হাওলাদার (৫০) ও তার মেয়ে সুমি (৩০)।
এ তথ্য নিশ্চিত করে এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী বলেন, শেওড়াপাড়া স্টেশনে দুজনের ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল। দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.