অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষায় ডিজিটাল অ্যাক্ট আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেনো এ দেশে আর ফিরে না আসে সেকারণেও এই আইনটি প্রয়োজন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে, সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নী জেনারেল একথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে। সাংবাদিকদের জন্য সকল ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন এমন আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন,সাংবাদিকদের ন্যারেটিভ চেন্জ করতে হবে যেনো সাংবাদিকরা নিজেদের কন্ঠস্বর বজায় রাখতে পারেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার সারা হোসেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.