২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের উদ্যোগে পুরান ঢাকার রোজ গার্ডেন প্রাসাদ কেনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।
অভিযোগ রয়েছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত প্রাসাদটি অধিগ্রহণ করার ফলে সরকার ৩৩২ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে। ৩৩২ কোটি টাকায় প্রাসাদটি কেনা হয়েছিল।
অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আখতারুল ইসলাম।
দুদক সূত্র অনুযায়ী, ১৯৩১ সালে ব্যবসায়ী হৃষিকেশ দাস প্রায় ২২ বিঘা জমির ওপর প্রাসাদটি নির্মাণ করেন। ১৯৩৬ সালে তিনি এটি ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশীদের কাছে বিক্রি করেন। রশীদ সেখানে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরে ১৯৪৯ সালের ২৩ জুন এই প্রাসাদেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যক্তিমালিকানাধীন ঐতিহ্যবাহী এই সম্পত্তিটি ৩৩১ কোটি ৭০ লাখ টাকায় ক্রয় করে বলে সরকারি নথিতে উল্লেখ আছে।
ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক অসংগতি ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.