অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মাসুদ গ্রেপ্তার

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ আল মাসুদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার ধানমন্ডির বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ এই মামলাটি (নং ২৭) দায়ের করা হয়।

অভিযোগ অনুযায়ী, অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আসাদগঞ্জ শাখা থেকে ট্রাস্ট রসিদ (টিআর) ঋণ হিসেবে বিতরণ করা ৫১ কোটি টাকা যোগসাজশ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে সুদাসলে এ টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮৯ কোটি ৮০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত মাসুদ এর আগে অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-২-এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুদক জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

দুদক আরও জানিয়েছে, তদন্ত ও বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে জেলহাজতে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মামলার এখতিয়ার অনুযায়ী তাকে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.