বিষয়টি আমি প্রথম শুনলাম, মধ্যরাতে সাংবাদিককে তুলে নেয় প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে বাসা থেকে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

এক সাংবাদিককে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আমি প্রথম শুনলাম। অনুসন্ধান শেষে হয়তো আমি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসকে ঘিরেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। বরং আরো বেশি হবে। তবে গতবারের ন্যায় এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।

প্রসঙ্গত, ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে তুলে নেওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মধ্যরাতের পর বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। আজ ভোরে স্ত্রীর জিম্মায় তাকে ছাড়া হয়।

এদিকে আজ সকালে নিজের ফেসবুক পোস্টে মিজানুর রহমান সোহেল লিখেছেন, বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে স্বসম্মানে বাসায় পৌঁছে দিয়েছে। রাত ১২টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন, এই অজুহাতে ৫/৬ জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসামির খাতায় আমার নাম লেখা হয়। জুতা-বেল্ট খুলে রেখে গারদে আসামিদের সাথে আমাকে রাখা হয়।

সোহেল আরও দাবি করেন, তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলেন, তার সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়েছে এবং তিনি এখনো ডিবি কার্যালয়ে আছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.