বাবরকে আইসিসির জরিমানা

পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন তিনি। এ কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ইচ্ছেকৃতভাবে স্টাম্পে আঘাত করা আইসিসির আচরণবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের যন্ত্রপাতি বা স্থাপনা নষ্ট করার মতো আচরণের সঙ্গে সম্পর্কিত।

বাবরের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাবর। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন ৩৪ রান নিয়ে ব্যাটিং করছিলেন বাবর। শ্রীলঙ্কার স্পিনার জেফরি ভান্ডারসের বলে বোল্ড হয়ে যান বাবর।

আর তাতেই মেজাজ হারান তিনি। আঘাত করেন স্টাম্পে। বিষয়টি নজর এড়ায়নি আম্পায়ারদের। অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফউদ্দৌলা ইবনে শাহিদ সৈকত এবং ফোर्थ আম্পায়ার ফয়সল আফ্রিদি ম্যাচ শেষে বাবরের বিরুদ্ধে অভিযোগ আনেন আচরণবিধি ভঙ্গের।

এরপর ম্যাচ রেফারি আলী নাকভি শাস্তির আদেশ দেন।। অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অবশ্য এই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে। ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ ১৬৫ রান করেন বাবর।

একটি ম্যাচে করেছেন সেঞ্চুরিও। বাবর কদিন আগেই দীর্ঘদিনের বিরতি দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন। এরপর খেলেছেন ওয়ানডে সিরিজেও। সামনেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজটি শুরু হবে মঙ্গলবার থেকে। ঘরের মাঠ হওয়ায় পাকিস্তানই এই সিরিজে কিছুটা এগিয়ে থাকবে দুই দলের চেয়ে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.