সরকার অবশ্যই শেখ হাসিনার প্রত্যর্পণ চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা অবশ্যই শেখ হাসিনার প্রত্যর্পণ চাই। আমরা ইতিমধ্যেই (ভারতে) একটি চিঠি পাঠিয়েছি। প্রয়োজনে, আমরা আবারও তাকে প্রত্যর্পণের জন্য একটি চিঠি পাঠাব।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি তো কোথাও কোনও আতঙ্ক দেখলাম না। কীসের আতঙ্ক। ছোটখাটো দুই- একটা ঘটনা ছাড়া বড় কিছু হয়নি। শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর, সেখানে একটু ডিফিকাল্ট জায়গা। সেখানকার পরিস্থিতি একটু উত্তপ্ত। তবে সেখানেও বড় ধরনের কিছু নাই। ইলেকট্রিক করাত দিয়ে গাছটা কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তারা সরে যায়। পরে এসব কাটা গাছ সরাতে একটু সময় লাগে।

দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখামাত্র গুলির নির্দেশ এটা ঠিক নয়। যেটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য। আপনারা যেমন হাতিয়ারের পারমিশন নেন নিরাপত্তার জন্য। সেটা দিয়ে শিকারের জন্য কেউ নেন না। নেওয়া হয় ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার ওপর আক্রমণ করে তখন আত্মরক্ষার অধিকারটা তো প্রত্যেক নাগরিকের রয়েছে।

এ সময় তার পাশে উপস্থিত থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী বলেন, ‘আপনাকে যদি কেউ হত্যা করতে আসে তখন আক্রমণকারীকে নিহত করার অধিকার আপনার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালে হয়। আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না।’

ব্রাশফায়ার করার অর্ডার বিষয়ে তিনি বলেন, ‘এটা আপনারা কোথা থেকে পেলেন।’ তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাইফেল দিয়ে তো ব্রাশফায়ার হয় না। এটা দিয়ে তো সিঙ্গেল শুট করা যায়।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ফেরত আনার বিষয়ে ইতোমধ্যে ভারতকে লেখা হয়েছে। এটা কন্টিনিউয়াস বিষয়। আমরা অবশ্যই চাইবো তার প্রত্যাবর্তনের জন্য। নতুন করে তাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দরকার হলে অবশ্যই দেওয়া হবে।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এরা কিন্তু আমাদেরই ছেলে-মেয়ে। তাদের বোঝাতে হবে আমাদের। তাদের বলা দরকার এগুলো তোমাদের করার দরকার নেই। তোমরা পড়ালেখা করো। এটা দেখার জন্য আমরা আছি। আমরা দেখবো। কিছু কিছু লোক আছে তারা এটাকে উসকে দিতে চায়। অনেকের অনেক ধরনের স্বার্থ আছে। তারা এটাতে উসকানি দিতে পারে। যাদের স্বার্থ নাই তারা তাদের পরামর্শ দেবে যে এটা ঠিক হচ্ছে না।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সহকর্মী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.