রাজধানীতে আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার: পুলিশ

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.