আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজে আর্থিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শাহ্ নেয়ামতউল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, শিক্ষার্থীদের অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন জরুরি। ব্যাংকিং ও আর্থিক সেবার সঙ্গে পরিচিতি তরুণ প্রজন্মকে আত্মনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক। তিনি বলেন, আর্থিক সচেতনতা কর্মসূচির মাধ্যেমে ব্যাংকিং সেবা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে। তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম আর্থিক সচেতনতার মাধ্যমে নিজেকে ও সমাজকে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে ব্যাংকের মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার তৌহিদ আহমেদ ‘আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবা’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মসূচিতে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তা এবং প্রতারণা প্রতিরোধের উপায়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.