জলবায়ু প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক

জলবায়ু প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। এই প্রতিবেদনটি আন্তর্জাতিক সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড প্রণীত আইএফআরএস এস-১ (General Requirements for Disclosure of Sustainability-related Financial Information) ও আইএফআরএস এস-২ (Climate-related Disclosures) এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি ব্যাংক।

এতে বলা হয়েছে, এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্য স্টেকহোল্ডারদের জন্য সুস্পষ্ট এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য তুলে ধরা। এতে ব্যাংকের পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনায় সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।

প্রতিবেদনটিতে সিটি ব্যাংকের সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত বিষয়াদি তদারকির জন্য ব্যাংকের প্রশাসনিক কাঠামো এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ব্যাবসায়িক মডেল গঠনে গৃহীত কৌশল তুলে ধরা হয়। এছাড়াও এতে কার্বন নির্গমণ হ্রাসে ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি, জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং টেকসই ও সবুজ অর্থায়ন উদ্যোগগুলো তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে প্রতিষ্ঠানে নিট-জিরো অঙ্গীকারের অগ্রগতি নির্দেশকারী পরিমাপ ও লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়।

এ উপলক্ষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ব্যবস্থাপনার তথ্য প্রকাশে স্বচ্ছতার প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইএফআরএস এস-১ এবং এস-২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমরা আমাদের দায়বদ্ধতার কাঠামো আরও শক্তিশালী করেছি এবং টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

সিটি ব্যাংক তার মূল ব্যবসায়িক কৌশলের সাথে জলবায়ু-সংক্রান্ত বিষয়সমূহকে সমন্বয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ অব্যাহত রাখবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.