আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার (১২ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে (গ্রিন সিটি এজ, ৮ম তলা, ৮৯, কাকরাইল, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ নূরুল হুদা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি ও চেয়ারম্যান, পরিচালনা বোর্ড, আইএসটিসিএল। সভায় কোম্পানির সকল শেয়ারহোল্ডার এবং পরিচালনা বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
হোল্ডিং কোম্পানি আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং আইএসটিসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মোঃ মফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীসমূহ অনুমোদিত হয়। আলোচ্য ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির নীট মুনাফার পরিমাণ ৪০.০০ (চল্লিশ) লক্ষ টাকা এবং ১০০.০০ টাকা অভিহিত মূল্যের ভিত্তিতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.০০ (এক) টাকা।
২৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ হারে হারে নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.