জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় রাশিয়ার উরাচেম গ্রুপ বাংলাদেশকে ৩০,০০০ মেট্রিক টন পটাশ সার সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। এটি বন্ধুত্ব ও আন্তরিকতার নিদর্শন হিসেবে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের মহাব্যবস্থাপক (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদ সার আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ নভেম্বর উরাচেমের ওয়েবসাইটে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হয়। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের মহাব্যবস্থাপক (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদ সার আসার বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানাবে।
এর আগে ২০২৪ সালের আগস্টে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ সার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান মিয়া সাত্তার বলেন, “রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আশা করি, এই সার দেশের কৃষক উপকৃত হবে।”
উরাচেম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পিজেএসসি ইউরালকালি ২০১৩ সাল থেকে বাংলাদেশে এক মিলিয়ন টনের বেশি এমওপি সার সরবরাহ করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.