নাসিম শাহর বাড়িতে গুলি, আটক ৫

পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নাসিমের বাড়ির মূল ফটকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় আততায়ীরা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাত পৌনে দুইটার দিকে হামলাটি হয়। বাড়ির ফটকে একাধিক গুলি চালানো হলেও কেউ হতাহত হয়নি। গুলির চিহ্ন রয়ে গেছে ফটকে, যা পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় দেখতে পায়।

হামলার পর সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে আশপাশের বাড়িগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সময় নাসিম শাহ ছিলেন জাতীয় দলের সঙ্গে টিম হোটেলে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন তিনি রাওয়ালপিন্ডিতে, যার প্রথম ম্যাচ শুরু হবে মঙ্গলবার। হামলার খবর জানার পরও আপাতত দল ছাড়ছেন না এই ২২ বছর বয়সী পেসার।

নাসিমের দুই ভাই, ২১ বছর বয়সী হুনাইন শাহ ও ১৯ বছর বয়সী উবেইদ শাহ-দুজনই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন তারা। হামলার সময় তারা বাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর নাসিমের বাবা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়; পারিবারিক বা আঞ্চলিক কোনো বিরোধের সূত্র থাকতে পারে। তবে নাসিমের পরিবার জানিয়েছে, কারও সঙ্গে তাদের তেমন কোনো শত্রুতা নেই। আবার স্থানীয়রাও বলছেন, পরিবারটি এলাকায় সবার কাছেই সম্মানিত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.