আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে।
রবিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুসারে এ তথ্য জানা গেছে।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) এর মাধ্যমে ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার মূল্যের আমদানি বিল পরিশোধের কারণে রিজার্ভে এ হ্রাস দেখা গেছে।
তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে আর্থিক লেনদেন হয়ে থাকে।
এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে। এতে রিজার্ভে অস্থায়ী হ্রাস দেখা যায়।
গত ৬ নভেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ২৮ বিলিয়ন ডলার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.