‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ চালু করল মার্কেন্টাইল ব্যাংক

প্রাইম গ্রাহকদের জন্য উন্নততর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চালু করেছে বিশেষ সেবা ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

ফিতা কেটে উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে মতিউল হাসান বলেন,
“‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ হলো একটি অত্যাধুনিক ও যুগোপযোগী সার্ভিস উইন্ডো, যেখানে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন ও কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, ব্যাংকের সেবার মানকে আরও একধাপ এগিয়ে নিতে এবং গ্রাহকদের জন্য সর্বাধুনিক সুবিধা নিশ্চিত করতে এখানে সুদক্ষ ও প্রশিক্ষিত ব্যাংক কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা,
এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং মো. আব্দুল হালিম।

অনুষ্ঠান শেষে হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার প্রধান এবং প্রায়োরিটি গ্রাহকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.