বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এ পূর্বঘোষিত ফল পর্যালোচনা করে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্ন ক্যাডারের মনোনয়ন না নেওয়ার বিষয়ে যেসব প্রার্থী লিখিত ঘোষণা দিয়েছেন, তাদের আবেদনের ভিত্তিতে এই সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা সংশোধিত বিধিমালা অনুযায়ী দেখা যায়- ৪৪তম বিসিএসে ক্যাডারে মনোনীত হওয়া ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে কোনো ক্যাডারের পদে কর্মরত আছেন, এবং তারা বর্তমানে প্রাপ্ত পদ বা তার চেয়ে নিম্নতর পছন্দক্রমের পদে যোগদান করবেন না বলে ঘোষণা দেন।
এর ফলে এখন- ২৬০ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৩ জন প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডারে স্থানান্তর করা হয়েছে। শূন্য হওয়া পদ পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের সুপারিশ পরিবর্তন হয়েছে।
চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন।
পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.