গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসির পাবনার বনগ্রাম বাজার শাখা ব্যবস্থাপক হেমায়েত করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জুলাই থেকে ২০২৪ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বনগ্রাম বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত অবস্থায় হেমায়েত করিম ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।
তিনি গ্রাহকদের সই জাল করে, গ্রাহকের অজান্তে নতুন চেকবই ইস্যু করে, নগদ ও বদলি ভাউচার তৈরি করে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পাদন করেন। এ ছাড়া মঞ্জুর করা ঋণের টাকা প্রকৃত গ্রাহকদের না দিয়ে নিজে গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর মাধ্যমে হেমায়েত জনতা ব্যাংক বনগ্রাম বাজার শাখা পাবনা থেকে মোট ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন বলে দুদকের মামলায় বলা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.