অফিস সহকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ করলো আইপিডিসি

অফিস সহকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষার মধ্য দিয়ে সমাপ্ত হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ওয়েলনেস উইক’। চোখ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে আইপিডিসি’র ১৭জন অফিস সহকারীকে বিনামূল্যের চশমা প্রদান করা হয়।

সোমবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সপ্তাহব্যাপি আয়োজিত ‘ওয়েলনেস উইক’ ক্যাম্পেইনে আইপিডিসি’র কর্মীদের চোখ পরীক্ষা করেন প্রফেশনাল চক্ষু বিশেষজ্ঞরা। পরীক্ষার রিপোর্ট অনুয়ায়ী প্রয়োজন ভেদে ১৭জনকে চশমা প্রদান করা হয়, যা তাদের কাজের স্বাচ্ছন্দ্য ও দৈনন্দিন জীবনে আরও স্বস্তি এনে দিবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি বিশ্বাস করে, কর্মীরাই সাফল্যের সবচেয়ে বড় শক্তি। আমাদের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছেন এই পরিশ্রমী মানুষগুলো। তাই তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা আমাদের কর্তব্য এবং তাদের সুস্থতায় ভূমিকা রাখতে পারা আমাদের সবচেয়ে বড় অর্জন। এমন উদ্যোগ আমাদের সেই বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

চোখের যত্ন বিষয়ক এই আয়োজনের মধ্য দিয়ে আইপিডিসি’র ‘ওয়েলনেস উইক’ এর সমাপ্তি ঘটলো, যেখানে কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.