আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে আটক অবস্থায় নিহত মরদেহগুলো হস্তান্তর করা হয়। তবে প্রত্যাবর্তিত বেশ কয়েকজনের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ এই হস্তান্তরের পর এখন পর্যন্ত মোট ২২৫ জন ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে।
এদিকে তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় বিমান ও গোলাবর্ষণ হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, পূর্ব গাজার শুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে একজন নিহত ও তার ভাই আহত হয়েছেন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে গোলাবর্ষণে আরও একজনের মৃত্যু হয় এবং আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মধ্য গাজার আজ-জাহরা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। একইদিনে দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলেও ইসরায়েলি যুদ্ধবিমান একাধিক ভবনে হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক এই মরদেহ ফেরত দেওয়া হচ্ছে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.