দেশের শীর্ষ ২২ ক্লাবের ২৪টি দল ও হাজারের বেশি অ্যাথলেট নিয়ে শুরু হতে যাচ্ছে ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫’। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এ অলিম্পিয়াডে যেসব ক্লাব অংশগ্রহণ করছে, তাদের মধ্যে রয়েছে দ্য আমেরিকান ক্লাব, বনানী ক্লাব, ব্রিটিশ হাই কমিশন ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব ও বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব।
শনিবার গুলশান ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ বছর অলিম্পিয়াডে ২২টি শীর্ষ ক্লাব, ২৪টি দল এবং ১২০০-র বেশি অ্যাথলেট, যারা ১৮টি খেলায় ৩৪টি ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
গুলশান ক্লাব পঞ্চমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে সামাজিক ক্লাবগুলোকে একত্রিত করার সাহসী উদ্যোগ হিসেবে ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড’ শুরু হয়েছিল, যা এখন ক্রীড়া উৎকর্ষতা, বন্ধুত্ব এবং আনন্দ উদযাপনের একটি অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে।
অলিম্পিয়াডের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসুন, আমরা সবাই একত্রে স্পোর্টসম্যানশিপ, দলগত কাজ এবং ঐক্যের মূল্যবোধকে সম্মান জানাই এবং আজকের অভিজ্ঞতাকে এমনভাবে উদযাপন করি, যা আমাদের আগামীর পথচলাকে আরও বেশি সুদৃঢ় করবে।
গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম এ কাদের (অনু) বলেন, গুলশান ক্লাব সবসময় পরিবারবান্ধব, খেলাধুলাকেন্দ্রিক ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জীবনকে সমৃদ্ধ করতে এবং উৎকর্ষ, ঐক্য ও সম্পৃক্ততার ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ আয়োজনে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.