জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশ তুলে দেন কমিশনের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সুপারিশ হস্তান্তরের পর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত জানাতে আজ বিকেল ২টায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ।

গত ১৩ ফেব্রুয়ারি সরকার ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও অনুমোদনের জন্য সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে।

প্রধান উপদেষ্টাকে প্রধান করে গঠিত কমিশনের সদস্য হিসেবে ছিলেন সংবিধান সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন ও পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানরা।

কমিশনের মূল দায়িত্ব ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচন, প্রশাসন, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশের কর্মকাণ্ডসংক্রান্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.