এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ট্রেনিং ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো.তৌহিদুল আলম খান। এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিভাগ, শাখা, উপশাখার ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ড. মো.তৌহিদুল আলম খান বলেন, দক্ষ কর্মকর্তারাই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। এজন্য এনআরবিসি ব্যাংক মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রতিনিয়ত শেখার মনোভাব বজায় রেখে নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিরত অবদান রাখতে হবে। এময় তিনি পেশাজীবনে সততা ও কর্মনিষ্ঠা বজায় রাখতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.